মতিউর রহমান মুন্না, নবীগঞ্জ থেকে : নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের গজনাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশিষ্ট সামাজিক সংগঠক জুলফিকার আহমেদ(৪৯) গত শনিবার রাত ১০ ঘটিকার সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্দ হয়ে মৌলভীবাজারে ইন্তেকাল করেছেন। মরহুম জুলফিকার আহমেদ গজনাইপুর ইউনিয়নের রামলোহ গ্রামের মরহুম ফরাজ উদ্দিনের ছেলে। সদা হাস্যজ্জল জুলফিকার আহমেদের অকাল মৃত্যুতে শিক্ষক সমাজ সহ সমগ্র নবীগঞ্জে শোকের ছাঁয়া নেমে এসেছে।
গতকাল এক আবেগঘন পরিবেশের মধ্যে দিয়ে দুপুর ২.৩০ মিনিটের সময় স্থানীয় গাবদেব মাঠে তার জানাজার নামাজ অনুষ্টিত হয়। তার জানাজার নামাজে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এমএ মুনিম চৌধুরী বাবু, সাবেক সংসদ সদস্য শেখ সুজাত মিয়া, উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, নবীগঞ্জ পৌরসভার মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল, ইউপি চেয়ারম্যান আবুল খায়ের গোলাপ, শিক্ষক নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন শামীম আহমেদ চৌধুরী, গোলাম রাব্বানী, কাজী মাসুদুর রহমান, আশিকুর রহমান, সুহেল আহমদ, আব্দুল মজিদ, সাংবাদিক এম.এ.মুহিত ও মরহুমের ছোট ভাই ফজলু মিয়া। এ ছাড়াও তার জানাজার নামাজে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, পেশাজীবি, চাকুরীজীবি, সামাজিক, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণি ও পেশার বিপুল সংখ্যক মানুষ অংশ গ্রহণ করেন। এ সময় বক্তারা মরহুম জুলফিকার আহমেদের স্মৃতিচারণ করে অনেকেই কান্নায় ভেঙ্গে পড়েন। বক্তারা তার আতœার মাগফেরাত কামনা করে তার শোক-সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।