হামিদুর রহমান,মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার বুল্লা ইউনিয়নের বরগ গ্রামে দিঘী নিয়ে সংঘর্ষের ঘটনায় কিশোরী নাহিদা খুনের ঘটনায় থানায় ৫৭ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। শনিবার রাতে নিহতের মামা আব্দুর রহিম বাদি হয়ে এ মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মমিনুল ইসলাম ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১২ জনকে গ্রেফতার করে রোববার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে।
গ্রেফতার কৃত আসামিরা হল বরগ গ্রামের জলিল (২৭), আফিল উদ্দিন (৩৫), শাহাদুল (১৮), মোশারফ (২৫), আল আমিন (২২), হাফিজুল (২১), নজরুল (৫০), ফায়জুল ইসলাম (২১), মনির হোসেন (২২). আজিজুল ইসলাম (৩০), আবু মিয়া (৬০), মাসুক মিয়া (৩৫)। মামলার পর থেকে পুলিশি গ্রেফতার এড়াতে বরগ গ্রামের অধিকাংশ মানুষ গা ঢাকা দিয়েছে। মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোল্লা মনির হোসেন মামলার সত্যতা নিশ্চিত করে দৈনিক শায়েস্তাগঞ্জ কে বলেন বাকী আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে।