শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ শিক্ষা ও সমাজকল্যাণ ট্রাস্টের উদ্যোগে শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমী এন্ড হাইস্কুল মিলনায়তনে শায়েস্তাগঞ্জ অঞ্চলের বিদ্যালয় সমূহের ২০১৫ সালের এস এস সি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও গরিব মেধাবীদের বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার ট্রাস্টের সভাপতি মোঃ খুর্শেদ আলীর সভাপতিত্বে ও মোঃ আবুল কাশেমের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জের জেলা প্রশাসক সাবিনা আলম। তিনি তার বক্তব্যে বলেন, “শায়েস্তাগঞ্জ শিক্ষা ও সমাজ কল্যাণ ট্রাস্ট শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদাণ করে একটি প্রসংশনীয় কাজ করছে।” তিনি শিক্ষার্থীদের উদ্যেশে বলেন, “ তোমাদেরকে কঠিন অধ্যাবস্যায়ের মাধ্যমে অনেক দুর এগিয়ে যেতে হবে, তাই তোমাদের কে লেখা-পড়ার পাশাপাশি সামাজিক মূল্যবোধের দিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে, কেননা তোমরাই জাতির ভবিষ্যৎ।
তোমাদের সবার মা-বাবা তোমাদের মেধাকে কাজে লাগিয়ে সুশিক্ষিত হয়ে তোমরা নিজের দেশ ও জাতির কল্যাণ করবে এই আশা করে। তোমরাই পারবে একটি মাদক, যৌতুক, সন্ত্রাস মুক্ত সমাজ গড়ে তুলতে।” উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ট্রাস্টের সাধারণ সম্পদক মোঃ আমির ফারুক তালুকদার, শুভেচ্ছা বক্তব্য রাখেন, ইসলামী একাডেমী এন্ড হাইস্কুলের প্রতিষ্ঠাতা মোঃ আব্দুশ সহিদ, একাডেমীর প্রধান শিক্ষক মোঃ নুরুল হক।
অনুষ্ঠানে বিশেষ অতিথ হিসেবে বক্তব্য রাখেন, হবিগঞ্জ সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম, শায়েস্তাগঞ্জ মডেল কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল কাইয়ুম, জহুরচান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ বিশ^জিত পাল, শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবিদুর রহমান প্রমুখ। আলোচনাসভা শেষে ১০০ জন গরিব মেধাবী শিক্ষার্থীদের মাঝে এককালীন বৃত্তি প্রদান ও ৩৯ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ক্রেষ্ট ও বৃত্তি প্রদান করা হয়।