ডেস্ক : সিলেট শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষার ফলাফল এবার পাসের হার ৭৪. ৫৭। প্রকাশিত ফলাফল অনুযায়ী, এবার সিলেট শিক্ষা বোর্ডে গতবারের চেয়ে পাসের হার ও জিপিএ ৫ এর সংখ্যা কমেছে। এবার পাসের হার হচ্ছে ৭৪.৫৭। কিন্তু গতবার ছিল ৭৯.১৬ শতাংশ।
এবার শিক্ষার্থীদের প্রাপ্ত জিপিএ ৫ এর সংখ্যা হচ্ছে ১ হাজার ৩৫৬। অথছ গতবার এই সংখ্যা ছিল ২০৭০।সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. আব্দুল মান্নান খান ফলাফলের এই পরিসংখ্যান জানিয়েছেন।
সিলেট শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এবার সিলেট বোর্ডের অধীনে মোট ৫৮ হাজার ৬৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। ৭৫টি কেন্দ্রে অনুষ্ঠিত হওয়া পরীক্ষায় সিলেট বিভাগের ৪ জেলার ২৩৪টি কলেজের শিক্ষার্থীরা অংশ নিয়েছিল। তন্মধ্যে ছাত্র ছিল ২৬ হাজার ৮৩১ জন এবং ছাত্রী সংখ্যা ছিল ৩১ হাজার ২৩২ জন।
পরীক্ষায় ৪৭ হাজার ২৯৪ জন নিয়মিত পরীক্ষার্থী ছাড়াও অনিয়মিত ১০ হাজার ২৬৭ জন এবং ৩৫৫ জন প্রাইভেট পরীক্ষার্থী অংশ নিয়েছিল।