বিশ্বনাথ প্রতিনিধি : কয়ছর এম. আহমদ। যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক। সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরের সন্তান। এবার নিয়ে দ্বিতীয়বার তিনি যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক হয়েছেন। ওই নেতাকে অভিনন্দন জানিয়ে যুক্তরাজ্য যুবদল নেতা মোহাম্মদ শামীম হোসেনের সৌজন্যে বিশ্বনাথের বিভিন্ন স্থানে পোষ্ঠার সাঁটানো হয়।
সেই পোষ্ঠারে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, সাবেক সিলেট জেলা সভাপতি, সংসদ সদস্য ‘নিখোজ’ এম. ইলিয়াস আলীর ছবি নেই। এতে ক্ষিপ্ত হন বিশ্বনাথ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
নিন্দা ও ক্ষোভ জানান যুক্তরাজ্য বিএনপি ও সহযোগী সংগঠনের অনেক নেতা। ক্ষোভ প্রকাশ করে ছাত্রদল নেতারা বলেন, যে পোষ্ঠারে এম.ইলিয়াস আলীর ছবি নেই, সেই পোষ্ঠার বিশ্বনাথের কোন স্থানে লাগানো থাকতে পারেনা। ফলে কয়ছর এম. আহমদ এর সবগুলি পোষ্ঠার খুলে ফেলা হয়েছে।
বিশ্বনাথ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বেশ কয়েকজন নেতা বলেন, একজন মহান ও জাতীয় নেতা এম. ইলিয়াস আলী। তাঁর ছবি ছাড়া পোষ্ঠার লাগানো হবে, সেই পোষ্টার কোন অবস্থাতেই মেনে নেয়া যায়না। কয়ছর এম. আহমদকে এ কারণে ধিক্ষার জানিয়েছেন। নেতারা বলেন, ইলিয়াস আলীর ছবি লাগিয়ে পোষ্ঠার হলে বিশ্বনাথ বিএনপি ও সহযোগি সংগঠন সহযোগিতা করবে। যে কোন স্থানে স্থান পাবে তাঁর পোষ্ঠারের।
বিশ্বনাথ উপজেলা ছাত্রদল নেতা তারেক আহমদ খজির ও মো. শেখ শাহজাহান বলেন, মহান নেতা ইলিয়াস আলী। সেই নেতার ছবি পোষ্ঠারে নেই। তা কখনো মেনে নেয়া যায় না। ইলিয়াস প্রেমিকরা কয়ছর এম. আহমদ এর সাঁটানো পোষ্ঠার ছিড়ে ফেলেছে। ভবিষৎতে এ ধরনের মনমানসিকতা থেকে সরে আসতে তারা আহবান জানিয়েছেন।