আজমুল তালুকদার চুনারুঘাট থেকে :চুনারুঘাট উপজেলার ৭নং উবাহাটা উইনিয়নের বড়কোটা রেলষ্টশিনে গতকাল ডাকাত প্রতিরোধ করার জন্য এলাকাবাসী উদ্যোগে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা । আলোচনা সভায় উপস্থিত ছিলেন ৭নং উবাহাটা উইনিয়নের বর্তমান চেয়ারম্যান মোঃ এজাজ ঠাকুর চৌধুরী ।চুনারুঘাট থানার ওসি অমলন দেবনাথ । একেই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ মোদাব্বিবর হোসেন । কিছু দিন আগে বড়কোটা বালিয়ারির মধ্যবর্তী রাস্তা জাংগাল নামক স্থানে সিএজি ও টমটম থেকে দুলক্ষাদিক টাকা ছিনিয়ে নেয় দূর্বৃত্তরা এর প্রতিবাদে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।