নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: হবিগঞ্জের মাধ্যমিক পর্যায়ের ১৮টি শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল ক্যাবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ৮টা থেকে বেলা ১টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
সকালে হবিগঞ্জ শহরের জে কে অ্যান্ড এইচ উচ্চ বিদ্যালয়ে গিয়ে ভোটারদের সরব উপস্থিতি লক্ষ্য করা যায়। ভোটাররা সুশৃঙ্খল ও সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে ভোটপ্রদান কার্যক্রমে সহযোগিতা করেন।
দেশের জাতীয় নির্বাচনের মতো ক্ষুদে এ নির্বাচনে ভোটারদের উপস্থিতি ও ভোট দেওয়া হার ছিল লক্ষ্যণীয়।
নির্বাচিত ৮ প্রতিনিধি আগামী এক বছর বিদ্যালয়ের পরিবেশ সংরক্ষণ (বিদ্যালয়, আঙ্গিনা ও টয়লেট পরিষ্কার এবং বর্জ্য ব্যবস্থাপনা), পুস্তক এবং শিখন সামগ্রী, স্বাস্থ্য, ক্রিড়া ও সংস্কৃতি এবং সহপাঠ কার্যক্রম, পানি সম্পদ, বৃক্ষ রোপন ও বাগান তৈরি, দিবস ও অনুষ্ঠান উদযাপন, অভ্যর্থনা, আপ্যায়ন ও আইসিটি কার্যক্রমগুলোর দায়িত্ব পালন করবেন।
এ ব্যাপারে ওই স্কুলের নির্বাচন কমিশনার নবম শ্রেণীর ছাত্রী মাহবুবা আক্তার লিজা জানান, ভোটাররা সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে।
প্রার্থী নবম শ্রেণীর ছাত্রী সৈয়দা নুসরাত জাহান প্রাতি জানান, এ ভোট দেওয়ার কার্যক্রম আগামীতে নেতৃত্ব বিকাশে সহায়ক হবে।
ভোটার জুয়েল মিয়া জানান, আজকে এ ভোটের দিনে ঈদ ঈদ মনে হচ্ছে।
এদিকে বাহুবল উপজেলার একটি মাত্র বিদ্যালয় পুটিজুরী শরৎচন্দ্র উচ্চ বিদ্যালয়ে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক পংকজ কান্তি গোপ টিটু জানান, ২৬ জন প্রার্থীর বিপরীতে প্রায় আটশত ভোট কাষ্ট হয়েছে। বিকেল ৫টা এ রিপোর্ট লেখা পর্যন্ত ভোট গণনা চলছে।
জেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, জেলার ৮ উপজেলার নির্বাচিত ৮টি মাধ্যমিক বিদ্যালয়, ৮টি মাদ্রাসা ও ২টি কারিগরি স্কুলে এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।