নিজস্ব প্রতিনিধি: হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার বুল্লা ইউনিয়নের দক্ষিণ বড়গ গ্রামে দুইপক্ষের সংঘর্ষে নাসিমা আক্তার (১৫) নামে এক কিশোরী নিহত হয়েছে।
এ ঘটনায় আহত হয়েছেন উভয়পক্ষের অন্তত ১০ জন। শনিবার বিকেল ২টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত নাসিমা একই গ্রামের মৃত আশরাফ আলীর মেয়ে।
স্থানীয়রা জানায়, দক্ষিণ বরগ গ্রামের মৃত আশরাফ আলীর পরিবারের সঙ্গে জমি নিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মহিউদ্দিনের বিরোধ চলছে। এর জের ধরে শনিবার বিকেল ২টার দিকে দেশি অস্ত্র-শস্ত্র নিয়ে দুইপক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় আধা ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় ঘটনাস্থলেই নাসিমার মৃত্যু হয়।
এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন। তারা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মনির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।