হবিগঞ্জ(চুনারুঘাট)প্রতিনিধি:হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার দুর্গাপুর বাজার থেকে সুফি মিয়া (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
এসময় তার কাছ থেকে আধা কেজি গাঁজা উদ্ধার করে। সে ওই উপজেলার মাহফুজ আলীর পুত্র।
শুক্রবার রাত সাড়ে ৭ টায় থানার এসআই হরিদাসের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করেন। এসময় তার দেহ তল্লাশী করে উল্লেখিত পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়।
এব্যাপারে চুনারুঘাট থানার ওসি অমূল্য কুমার ধর চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করেন।