এস এইচ টিটু,সৌদিআরব থেকে : সৌদিআরবে খুনের দায়ে দুই ইথিওপীয় নাগরিকের শিরশ্ছেদ করা হয়েছে। বুধবার হত্যার দায়ে মৃত্যুদণ্ড প্রাপ্ত আরগাবি আলদো হেইলান মেরিয়াম ও হাদিশ নামক এই দুই ইথিওপীয় ও এক সৌদি নাগরিকের শিরশ্ছেদ করা হয়েছে।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি প্রকাশিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ইথিওপীয় নাগরিক আরগাবি আলদো হেইলান মেরিয়াম ও হাদিশজেল আলমকে তাদের এক স্বদেশীকে পিটিয়ে হত্যা এবং তার মালামাল ছিনিয়ে নেয়ার দায়ে মৃত্যুদণ্ড দেয়া হয়।
এছাড়া পৃথক ঘটনায় দণ্ডপ্রাপ্ত সৌদি নাগরিক মুশাশা হারিসিকেও জিজানে শিরশ্ছেদ করা হয়। এক বিরোধের পর অপর এক সৌদি নাগরিককে গুলি করে হত্যার দায়ে তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়।
এ নিয়ে চলতি বছর সৌদি আরবে এ পর্যন্ত ১১৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হলো।