নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জঃ বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরে সরকারি সফর শেষে দেশে ফিরেছেন।
গত মঙ্গলবার রাতে সিঙ্গাপুর থেকে একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেন।
আজ বৃহস্পতিবার (০৬ আগষ্ট) তিনি হবিগঞ্জে এসে পৌঁছবেন বলে জানা গেছে।
উল্লেখ্য, তিনি গত ২৪ জুলাই শুক্রবার রাত ১১টা ৪৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারল্যাইনস এর একটি ফ্লাইটে অস্ট্রেলিয়ার মেলবোর্নের উদ্দেশ্যে তিনি বাংলাদেশ ত্যাগ করেন।
বাংলাদেশের বিদ্যুৎ-জ্বালানীর সক্ষমতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণে গত ২৭ জুলাই অংশ নিতে এমপি আবু জাহির এবং জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিকসহ জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ২০ সদস্যের একটি প্রতিনিধি দল এই সফরে অংশ নেন। অস্ট্রেলিয়ান সরকারি এবং বেসরকারী বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞগণ এই প্রশিক্ষণে উপস্থিত ছিলেন।
এমপি আবু জাহির অস্ট্রেলিয়া পৃথক কয়েকটি কর্মসূচিতে যোগ দেন। তিনি সিঙ্গাপুরে প্রবাসী বাংলাদেশী এবং দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন।