মোঃ রহমত আলী, হবিগঞ্জঃ হবিগঞ্জ জেলা প্রশাসক সাবিনা আলম বলেছেন দেশের সরকারী বন সম্পদ বিনষ্টকারীদের সহযোগীতা না করে আইনের মাধ্যমে শাস্তির ব্যবস্থা করা কবে। রেমা-কালেঙ্গা, সাতছড়িসহ সকল সরকারী বন সম্পদ রক্ষা করা সকলের দায়িত্ব ।
সপ্তাহ ব্যাপী বৃক্ষ মেলা উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথাগুলি বলেন।
তিনি বলেন বনজ সম্পদ রক্ষা ও নতুন ভাবে বনায়ন করে দেশ ও পরিবেশ রক্ষা করতে এবং নিজে ব্চাঁর জন্য বেশি করে গাছ লাগাতে হবে।
‘পাহাড়, সমতল, উপকূলে গাছ লাগাই সবাই মিলে, দিন বদলের বাংলাদেশ ফল বৃক্ষে ভরবো দেশ’ এ প্রতি পাদ্য বিষয় নিয়ে হবিগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বন বিভাগের উদ্ধোগে ও জেলা প্রশাসনের সহযোগীতায় সপ্তাহ ব্যাপী ফলদ, বনজ বৃক্ষ মেলার আয়োজন করা হয়েছে।
বুধবার সকাল ৯ টায় কালেক্টরট প্রাঙ্গণ থেকে জন উদ্বোদ্ধ করণ বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়।
জেলা প্রশাসক সাবিনা আলম ফিতা কেটে মেলার আনুষ্টানিক উদ্বোধন করেণ।
এ সময় তিনি মেলায় বিভিন্ন স্টল ঘুরে ঘুরে পর্যবেক্ষন করেন এবং নার্সারী মালিকদের সাথে কোশল বিনিময় করেণ। শেষে টালেক্টরেট প্রাঙ্গণে এক আলোচনা সভার অনুষ্টিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আব্দুর রউফ এর সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা অলক কুমার চন্দ্র অপুর পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেণ জেলা প্রশাসক সাবিনা আলম।
স্বাগত বক্তব্য দেন সিলেট বিভাগীয় বন কর্ম কর্তা দেলোয়ার হোসন।
বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন কৃষি বিভাগের উপ-পরিচালক মোঃ শাহ আলম, হবিগঞ্জ সদর উপজেলা নিবাহী কর্ম কর্তা মোঃ আশফাকুল হক চৌধুরী, পিপি মোঃ আকবর হোসন জিতু।
অন্যান্যদের মাঝে বক্তৃতা করেণ বিটিভি’র জেলা প্রতিনিধি মোঃ আলমগীর খান, সাংবাদিক সৈয়দ আশরাফ উদ্দিন মামুন, নার্সারী মালিক সমিতির সভাপতি মোঃ আব্দুল মতলিব।
সপ্তাহ ব্যাপী মেলায় অংশ নেন শাহ পরাণ প্লান্ট নার্সারী, বিউটি প্লান্ট নার্সারী, সুইট প্লান্ট নার্সারী, নিঝুম নার্সারী, বহু মূখী হবিগঞ্জ নার্সারী মালিক সমিতি, বিছমিল্লা প্লান্ট নার্সারী, বন বিভাগ হবিগঞ্জ ও বিগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। তাছাড়া ফলজ, বনজ, ঔষধী বৃক্ষসহ বিভিন্ন কৃষি তথ্য প্রযুক্তি সংক্রান্ত বিষয়ক পরামর্শ দেয়া হবে।
প্রতিদিন সকাল ৯ টা থেকে রাত ৯টা পর্যন্ত এক টানা বৃক্ষ মেলা চলবে।