শায়েস্তাগঞ্জ প্রতিনিধি : শায়েস্তাগঞ্জ পৌর শহরের প্রধান সড়কটির স্থানে স্থানে ভেঙে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। অযোগ্য হয়ে পড়েছে যান চলাচল। পথচারী চলাচলেও মারাত্মক ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। ঝুঁকির মুখে যানবাহন চলাচল করে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। সামান্য বৃষ্টি হলেই প্রধান সড়কের ব্যস্ততম স্থানগুলোয় পানি জমে থাকে। ফলে জনদুর্ভোগ প্রকট আকার ধারণ করছে।
শায়েস্তাগঞ্জ পৌর শহরের ষ্টেশন , আলীগঞ্জ বাজার, উদয়ন আ/এ, হাসপাতাল সড়ক, প্রেসক্লাব সড়কের মোড়ে রাস্তা ভেঙে গর্ত সৃষ্টি হয়েছে।
এছাড়া বৃষ্টির দিনে স্টেশন রোডের মোড়, দাউদনগর বাজারে রাস্তায় পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়। গাড়ি চলাচলের সময় গর্তের পানি ছিটে পথচারীদের গায়ে পড়ে। এতে চালক-পথচারীদের দুর্ভোগের শেষ নেই। পৌর শহরের রাস্তা-ঘাট দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা থাকলেও কর্তৃপক্ষের কোনো মাথাব্যথাই নেই। বছরের পর বছর ভাঙা রাস্তায় চলাচল করতে হচ্ছে এলাকাবাসীর।
এলাকার সচেতন মহল সঙ্গে আলাপ করলে তারা প্রতিনিধি কে জানান, পৌর পরিষদের অপরিকল্পিত ও নড়বড়ে ড্রেনেজব্যবস্থা। প্রধান সড়কে আংশিক ড্রেন থাকলেও অধিকাংশ স্থানে ড্রেন নেই। ফলে বৃষ্টির পানি নিষ্কাষণ হচ্ছে না। পানি জমে রাস্তায় সৃষ্টি হচ্ছে বড় বড় গর্ত। বাড়ছে জনদুর্ভোগ।
শায়েস্তাগঞ্জ পৌর কর্তৃপক্ষ তা মেরামত করার কোনো উদ্যোগ নিচ্ছে না। এ নিয়ে কয়েকবার পত্রিকায় লেখালেখি হলে ও এখন পর্যন্ত কর্তৃপক্ষের টনক নড়ে নাই।
বর্তমানে স্টেশন সড়কের অধিকাংশ স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়ে সড়কটি মৃত্যুর ফাঁদে পরিণত হয়েছে।