নবীগঞ্জ প্রতিনিধি :নবীগঞ্জে চলন্ত সিএনজি অটোরিক্সাতে ৮ম শ্রেনী পড়–য়া দুই স্কুল ছাত্রীকে যৌন হয়রানির দায়ে গতকাল মঙ্গলবার সন্ধায় ভ্রাম্যমান আদালত অটোরিক্সা চালক ওয়াহিদ মিয়া (২৪) নামে এক বখাটেকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানাযায়, গতকাল মঙ্গলবার সকালে দিনারপুর উচ্চ বিদ্যালয়ের শতক গ্রামের ৮ম শ্রেনীতে পড়–য়া দু ছাত্রী স্কুলে আসার জন্য সিএনজি অটোরিক্সাতে উঠে। এ সময় তাদের সাথে পাশেই সিটে বসা গজনাইপুর ইউনিয়নের শতক নোয়াপাড়া গ্রামের আবুল মিয়ার পুত্র অটোরিক্সা চালক ওয়াহিদ মিয়া (২৪) ওই দু ছাত্রী স্কুলে আসা পর্যন্ত বিভিন্ন ভাবে শারিরিক ভাবে যৌন হয়রানি করে আসছিল। ছাত্রীরা প্রথমে মানসম্মানের ভয়ে কাউকে কিছু না বলেই স্কুলে চলে যায়। স্কুলে গিয়ে তার সহপাটি ও শিক্ষদের বিষয়টি অবহিত করলে ওই দিনই বিকেল বেলায় খুজ নিয়ে বখাটে ওয়াহিদকে আটক করে থানা পুলিশে খবর দেয়া হয়। এ সময় গোপলার বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস আই আরিফ উল্লাহর নেতৃত্বে একদল পুলিশ গিয়ে জনতার হাতে আটক বখাটে ওয়াহিদকে উদ্ধার করে ভ্রাম্যমান আদালতের বিচারক নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ আনোয়ার হোসেনের আদালতে হাজির করলে বিচারক বখাটের স্বীকার উক্তিমুলক জবানবন্দিতে তাকে দোষী স্বাব্যস্থ্য করে ১৫ দিনের বিনাশ্রম কারদন্ড প্রদান করেন।