লাখাই প্রতিনিধিঃ হবিগঞ্জের লাখাইয়ে সোমবার ফলদ বৃক্ষ মেলার উদ্ভোধনী অনুষ্টান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। লাখাই উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোবাশ্বের হাসানের সভাপতিত্বে অনুষ্টিত সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলায়াত করেন মাওঃ শফিকুল ইসলাম,গীতা পাঠ করেন গোবিন্দ্র চন্দ্র দাশ।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লাখাই উপজেল পরিষদের ভাইস চেয়ারম্যান মোর্শেদ কামাল চৌধুরী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফয়জুন্নেছা বেগম,কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম,সাংবাদিক বাহার উদ্দিন, গোবিন্দ্র চন্দ্র দাশ, অধ্যক্ষ দ্বীন ইসলাম,মৎস কর্মকর্তা বোরহান উদ্দিন প্রমুখ।
অনুষ্টানের শুরুতেই মেলার উদ্ভোধন করেন নির্বাহী অফিসার মোহাম্মাদ মোবাশ্বের হাসন। এদিকে অনুষ্টানের অপরাহেৃ নির্বাহী অফিসার মোহাম্মদ মোবাশ্বের হাসানের সভাপতিত্বে মৎস সপ্তাহ ২০১৫ সমাপনী অনুষ্টান অনুষ্টিত হয়। অনুষ্টানে উপজেলার তিন জন সফল মৎস চাষীর মাঝে পুরুস্কার ও সম্মাননা সনদ প্রদান করা হয়।