বিনোদন ডেস্ক : মাত্র ক’দিনই হলো ঘোমটা টেনে বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি মুম্বাই এসেছেন বলিউডের চলতি বছরের সবচেয়ে আলোচিত বিয়ের কন্যা হার্টথ্রব অভিনেতা শহীদ স্ত্রী মীরা রাজপুত। এবার ঘোমটা ছেড়ে স্বামীর সাথে পর্দায় আসছেন তিনি!
হ্যাঁ তিনি পর্দায় আসছেন, তবে পর্দায় আসার খবরে কেউ চমকে যাবেন না। কারণ বলিউডের বিশাল রূপালী পর্দায় নয়, বরং আপাতত স্বামীর হাত ধরে টিভি পর্দায় অভিষেক হতে যাচ্ছে মীরা রাজপুতের।
জানা গেছে, স্বামী শহীদ কাপুরের সাথে ‘ঝালাক দিখালা জা রিলোডেড’ নামের একটি রিয়েলিটি শোতে অভিষেক হতে যাচ্ছে মীরা রাজপুতের। তবে তা এখনই নয়। শহীদ কাপুর ও আলিয়া ভাট অভিনীত আসন্ন ছবি ‘সান্ধার’-এর ট্রেলার মুক্তির পর ওই রিয়েলিটি শো‘তে উপস্থিত থাকবেন মীরা। নাচের এই বিশেষ শো’টিকে ঘিরে এরই মধ্যে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে ছোট পর্দার দর্শকদের মধ্যে। তারা আশা করছেন, ওই শো’তে নবদম্পতিকে একসাথে কোমর দোলাতে দেখবেন তারা।
উল্লেখ্য, জুলাই মাসের ৭ তারিখে দিল্লীর মেয়ে মীরা রাজপুতকে বিয়ে করেন অভিনেতা শহীদ কাপুর। এরপর ১২ জুলাই মুম্বাইয়ে বলিউড তারকাদের উপস্থিতিতে তাদের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।