হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে খাবার স্যালাইনের তীর্ব্র সংকট দেখা দিয়েছে। আর যে কটিও বিতরণ করা হচ্ছে তাও আবার নিন্মমানের মেয়াদ উত্তির্ণ খাবার স্যালাইন বিতরণ হচ্ছে। এসব স্যালাইন খেয়ে রোগীরা সুস্থ না হয়ে অসুস্থ হয়ে পড়ছে।
সরজমিনে দেখা যায় মঙ্গলবার হাসপাতালের স্যালাইন বিতরণ কক্ষের স্যালাইন আনতে যাওয়া রোগীরা না পেয়ে খালি হাতে ফিরে যাচ্ছেন। এসময় দায়িত্বরত কর্মচারির সাথে যোগাযোগ করলে সে জানায় হাসপাতালে খাবার স্যালাইনের তীর্ব্র সংকট চলছে।
শুধু তাই নয়, সংরক্ষনের অভাবে এগুলো নষ্ট হয়ে যাচ্ছে। রোগীরা অভিযোগ করেন, হাসপাতালে আসা বেশির ভাগই রোগীই হচ্ছে ডায়রিয়াসহ পানিবাহিত রোগে আক্রান্ত। তারা খাবার স্যালাইন না পেয়ে কর্তৃপক্ষের নিকট অভিযোগ করেও কোন প্রতিকার পাচ্ছেন না। ফলে রোগীরা চরম দুর্ভোগ পোহাচ্ছে। রোগীদের দাবী হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে।