নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জঃ “সাগর নদী সকল জলে মাছ চাষে সোনা ফলে” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়েছে।
২৮শে জুলাই থেকে ৩রা আগষ্ট পযন্ত মৎস্য সপ্তাহ পালন করা হবে।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় হবিগঞ্জ সাকিট হাউজের সামন থেকে এক বণাঢ্য র্যালি বাহির হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
র্যালিতে প্রধান অতিথি হিসাবে উপস্তিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সাবিক আব্দুর রউফ।
বিশেষ অতিথি হিসাবে উপস্তিত ছিলেন সদর উপজেলা নিবাহী কর্মকর্তা,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা শাহীন।
অনুষ্টানে সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা আশরাফ উদ্দিন আহম্মদ।