মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর পুলিশ সোমবার দুপুরে তেলিয়াপাড়া ভেকুইয়া বাজার এলাকা থেকে ২০ বোতল ফেনসিডিল সহ গিয়াস উদ্দিন নামে এক যুবককে গ্রেফতার করেছে।
সে উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের জামালপুর গ্রামের ফজলুল হকের ছেলে। গোপন সূত্রে খবর পেয়ে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক শহিদুল্লাহ পিপিএম উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা মনির হোসেন জানান, এ ব্যাপারে মাধবপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।