শায়েস্তাগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানা সড়কটি ভেঙ্গে গিয়ে যানচলাচল করা ঝুকিপূর্ণ হয়ে পড়েছে। প্রায় ১ বছর ধরে এই সড়কটি এক কিলোমিটার পর্যন্ত বিভিন্ন জায়গায় ভেঙ্গে গিয়ে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে সড়কটিতে। কর্তৃপক্ষের এদিকে কোন নজর নেই।
শায়েস্তাগঞ্জ পৌরসভার পুরান বাজার থেকে ২ নং ওয়ার্ড ষ্টেশন হয়ে ঢাকা সিলেট মহাসড়কে এই সড়কটি সংযুক্ত হয়েছে। তাই শায়েস্তাগঞ্জ পৌরসভায় এই সড়কটি খুবই গুরুত্বপূর্ণ। সড়কটির পাশে শায়েস্তাগঞ্জ থানা রয়েছে শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমী এন্ড হাই স্কুল। স্কুল এবং থানা হওয়ায় সড়কটি দিয়ে শত শত যাত্রী ও যানবাহন চলাচল করছে প্রতিদিন।
মহাসড়ক থেকে পৌরসভায় আসার প্রধান সড়ক এই সড়কটি। তাই এই সড়কটির গুরুত্ব ও অনেক কিন্তু দেখা গেছে সড়কটি গুরুত্বপূর্ণ হলে ও তা সংস্কারের কোন উদ্যোগ নেই কর্তৃপক্ষের।
গর্ত হওয়ায় সড়ক ভেঙ্গে যাওয়ায় আশে পাশের এলাকাবাসী চলাচল করতে খুবই কষ্ট হচ্ছে। শায়েস্তাগঞ্জের নাম করা শিক্ষা প্রতিষ্ঠান শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমী এন্ড হাই স্কুল ঐ এলাকায় হওয়ায় স্কুল ভ্যান গাড়ী ঝুঁকি নিয়ে ছাত্রদেরকে নিয়ে চলাচল করতে হয় এই সড়কটি দিয়ে।
বৃষ্টি হলে সড়কটি পানি জমে থাকে এর সাথে কাদা মিশ্রিত হয়ে চলাচল করা অনুপযোগী হয়ে পড়ে ঐ সড়কটি। প্রায়ই গর্তের মধ্যে গাড়ি আটকে যায় এবং যানযটের সৃষ্টি হয় ঐ এলাকায়। প্রায় ২-৩ বছর আগে সড়কটি নামে মাত্র সংস্কার হলে ও সংস্কারের কিছুদিন পড়েই সড়কটি ভেঙ্গে গিয়ে আবার সেই বেহাল দশায় পরিণত হয়েছে। এই গুলো দেখার যেন কেউ নেই৷
এদিকে প্রথম শ্রেণীর পৌরসভা হলে ও এই সড়কের পাশ দিয়ে কোন ড্রেন না থাকায় বৃষ্টির পানি সড়কের উপর জমে থাকে যে কারনে সড়কটির ভেঙ্গে গিয়ে এই অবস্থার সৃষ্টি হয়েছে। শায়েস্তাগঞ্জ পৌরসভার ২ নং ওয়ার্ডের তালুকহড়াই উদয়ন আবাসিক এলাকার বাসিন্দারা দীর্ঘদিন ধরে এই সড়কটি দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে। তাদের দাবি এই সড়কটি কবে সংস্কার চলাচলের উপযোগি হবে এটাই এখন দেখার বিষয়। অনেকেই মনে করছেন সড়কটির পাশ দিয়ে ড্রেন হলেই সড়কটি উপর বৃষ্টির পানি জমে থাকবে না এবং সড়কটি ও এমন বেহাল দশা হবে না।