নবীগঞ্জ প্রতিনিধি : মরিচা গুড়ের চা খেতে কার না ভাল লাগে। বর্তমান সময়ে তীব্র শীতের আগমনে মরিচা গুড়ের চাহিদা রয়েছে। অথচ নবীগঞ্জে তৈরী হচ্ছে ভেজাল মরিচা গুড়। অধিক মুনাফা লাভের আশায় নবীগঞ্জের কতিপ ব্যবসায়ী গুড়ে চিনি ও পাউডার মিশিয়ে ভেজাল মরিচা গুড় তৈরী করে বাজারে বিক্রি করছেন। খাঁটি গুড়ের বদলে নকল ভেজাল চিনি ও পাউডার মেশানো গুড় ক্রয় করে প্রতিনিয়ত ঠকা খাচ্ছেন ক্রেতারা। যা খেয়ে বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার আশংকা রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, নবীগঞ্জের জে.কে হাই স্কুল রোডের সুনীল রায় ও পুতুল কুড়ি নামের দু‘ব্যবসায়ী বিভিন্ন স্থান থেকে মরিচা গুড়ের খালি হাড়ি আমদানী করেন। পরে তারা দোকানের পিছনে নিজেদের তৈরী চিটাগুড় ও সুগন্ধি পাউডার দিয়ে ভেজাল মরিচা গুড় তৈরী করে আমদানীকৃত খালি কলসিতে ভরে উপজেলার বিভিন্ন হাট-বাজারে দেদারছে বিক্রি করছেন। নবীগঞ্জের ব্যবসায়ীদের দোকানের পিছনে বাসায় নকল গুড় তৈরীর কারখানায় প্রতিদিনই তৈরী হচ্ছে বিপুল পরিমাণ মরিচা গুড়।