হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ শহরতলীর বড় বহুলা থেকে তাসমিনা আক্তার (১৪) নামে এক স্কুল ছাত্রীকে অপহরণ করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনার পর স্কুল ছাত্রীর মা বাদী হয়ে ৩ জনের বিরুদ্ধে সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা যায়, হবিগঞ্জ সদর উপজেলার বড় বহুলা এলাকায় বসবাসকারী রুমান মিয়ার কন্যা ৫ম শ্রেনীতে পড়ুয়া স্কুল ছাত্রী তাসমিনা আক্তারকে গত বুধবার সন্ধ্যায় বাড়ির পাশ থেকে একদল দুর্বৃত্তরা অপহরণ করে নিয়ে যায়।
এ ঘটনার পর শনিবার (২৫ জুলাই) রাতে তাসমিনার মা বাদী হয়ে ৩ জনকে আসামী করে সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দিন অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করে জানান, অপহরনের একটি অভিযোগ পেয়েছি। পুলিশ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবে।