চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি :হবিগঞ্জের চুনারুঘাট-সাটিয়াজুরী সড়কে সিএনজি অটোরিক্সা উল্টে মা-পুএসহ ৫ জন আহত হয়েছে।
শুক্রবার বিকালে ওই সড়কের সুন্দরপুর নামকস্থানে এ ঘটনা ঘটে।
আহত সূত্রে জানা যায়, ওই সময় সাটিয়াজুরী থেকে একটি সিএনজি অটোরিক্সা যাত্রী নিয়ে চুনারুঘাটের উদ্দেশ্যে রওয়ানা দিলে উল্লেখিতস্থানে উল্টে গেলে উপজেলার আনাগড়ি গ্রামের আব্দুল মতিনের স্ত্রী ফেরদৌস বেগম (৩০) ও তার শিশুপুত্র তোফাজ্জল (৫) কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তাদের অবস্থা আশংকাজনক।
তারা জানান, গাড়ি চলার সময় চালক মোবাইল ফোনে কথা বলছিল। সিএনজি রেখে চালক পালিয়ে গেছে।