চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি :
হবিগঞ্জ জেলার চুনারুঘাটে ভ্রাম্যমান আদালত পচাবাসি খাবার, মেয়াদ উত্তীর্ণ পন্য বিক্রি ও লাইসেন্স বিহীন দোকানে রড সীমান্টে বিক্রির দায়ে পৃথক অভিযানে ৫টি দোকানে অভিযান চালিয়ে ১২ হাজার টাকা জরিমানা আদায় করেছে।
রবিবার সকালে হবিগঞ্জের নির্বাহী ম্যাজিষ্ট্রেট উম্মে কুলসুম উপজেলার শাকিরমোহাম্মদ, শানখলা ও গোগাউড়া বাজারে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমান আদালত শানখলা বাজারে মেহমান রেষ্টুরেন্টে পচাবাসি খাবার বিক্রির দাযে ৫ হাজার টাকা, শাকির মোহাম্মদ বাজারে তরফদার এন্টারপ্রাইজে রড সীমেন্টের দোকানে ১ হাজার টাকা, গোগাউড়া শামছুল আলম চৌধুরী ও আরিফ হাসানের দোকানে মেয়াদ উত্তীর্ণ পন্য বিক্রির দায়ে ৬ হাজার টাকা জরিমানা আদায় করেন। ম্যাজিষ্ট্রেটকে সহায়তা পেশকার দিপক কুমার চন্দ, দারোগা আঃ মালেকসহ একদল পুলিশ।