কবির খান ও সালমান খানের জুটি এর আগেও বক্সঅফিসে ম্যাজিক দেখিয়েছে। সালমান খান, করিনা কাপুর, নওয়াজুদ্দিন সিদ্দিকি, ওম পুরী, হরশালি মলহোত্রা অভিনীত এই ছবিটি ভারতে ৪৫০০টি পর্দায় এবং বিদেশে ৮০০টি বড়পর্দায় মুক্তি পেয়েছে।
প্রথম সপ্তাহ শেষে (তিন দিনে) বিশ্বব্যাপি ১৭৫ কোটি টাকার ব্যবসা ইতোমধ্যেই করে ফেলেছে ছবিটি। এই ছবি সালমান খানের জীবনের সবচেয়ে বড় ব্লকবাস্টার ছবি।
এর আগে সালমান অভিনীত আর একটি ঈদে মুক্তি পাওয়া ছবি কিক প্রথম সপ্তাহ শেষে ৮৩.৮৩ কোটি টাকার ব্যবসা করেছিল। এবার বজরঙ্গী ভাইজান `ডেভিল`-কেও টপকে গেল।