এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট :
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় বিভিন্ন ইউনিয়নে সরকারের টি আর কাবিটায় উন্নয়ন পরিদর্শন করেন জেলা প্রশাসক ড. ফরিদুর রহমান।
মঙ্গলবার (১৮ মার্চ) সকাল প্রায় ১১টায় চুনারুঘাট আসলে উপজেলা প্রশাসনের আমন্ত্রণ গ্রহন শেষে কার্যক্রম পরিদর্শন করেন।এসময় সাথে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া, সহকারী কমিশনার (ভূমি) মাহবুব আলম মাহবুব, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নূর মামুন, উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা উপ সহকারী প্রকৌশলী মনির হোসেন প্রমুখ।
তিনি উপজেলার ৩নং দেওরগাছ ইউনিয়নের রহমতাবাদ গ্রামের ৯শ ফুট ইট সলিং,চুনারুঘাট সদর শাহী ঈদ গা মাঠের মাটি ভরাট,৯নং রানীগাও ইউনিয়নের গাভীগাও গ্রামের ৭শ ফুট ইট সলিং রাস্তার কাজ পরিদর্শন করেন।