নিজস্ব প্রতিবেদক :
হবিগঞ্জ জেলার মাধবপুর থেকে ৫৯৫০ পিস ইয়াবাসহ রেহেনা বেগম (৪০) নামে এক নারী আটক হয়েছেন। তিনি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার চৈতন্যপুর গ্রামের মালেক মিয়ার স্ত্রী। সোমবার (৩ মার্চ) রাতে এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য দেন হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিল।
এর আগে সকালে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর মনতলা বিওপি কমান্ডার সুবেদার মোঃ কাজী শাহিনের নেতৃত্বে একটি বিশেষ টহল দল উপজেলার সাহেবনগর এলাকায় অভিযান পরিচালনা করে। এ অভিযানে ওই পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ রেহেনা বেগম আটক হয়। যার আনুমানিক মূল্য ১৭ লাখ ৮৫ হাজার টাকা। পরে মামলা দায়ের পূর্বক ওই নারীকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়।
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিল বলেন, সীমান্ত এলাকায় মাদকের প্রবাহ রোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। আমাদের নিয়মিত অভিযানের মাধ্যমে মাদক চোরাচালান প্রতিরোধ করা হচ্ছে এবং ভবিষ্যতেও এই কার্যক্রম আরও জোরদার করা হবে।
তিনি আরও বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে বিজিবি শুধু সীমান্ত পাহারাই নয়, জনগণের সঙ্গে সমন্বিতভাবে কাজ করছে। আমরা সাধারণ মানুষের সহযোগিতাকে অত্যন্ত মূল্যবান মনে করি এবং সবাইকে আহ্বান জানাই, মাদক চোরাচালান বা অন্য কোনো অবৈধ কার্যক্রম সম্পর্কে তথ্য থাকলে তা দ্রুত বিজিবিকে জানাতে।