মোহাম্মদ আলী সরকার, শায়েস্তাগঞ্জ:
হাজারো ভক্ত অনুরক্ত মুরিদানের পদচারণায় আল্লাহ আল্লাহ জিকিরের শব্দে প্রকম্পিত বাহুবল উপজেলার ৬ নং মিরপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী বশীনা মঞ্জিলে ‘আলী’ খান্দান দরবার শরীফ।
দরবারে আ’লা হযরত পীরে কামেল শাহ সুফি সৈয়দ ইরফান আলী বশনী (র.)- স্মরণে ৮৭ তম মাহফিলে ওরশে আউলিয়া গত বুধবার ২২ শে মাঘ, ৫ ই ফেব্রুয়ারি বাদ ফজর থেকে শুরু হয়ে বৃহস্পতিবার বাদ ফজর আখেরি মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়।
পীরে তরিকত শাহ সুফি সৈয়দ তাহির আলী বশনী পীর সাহেব (র.)-এর একমাত্র শাহজাদা দরবার শরীফের বর্তমান গদ্দীনিশিন পীরে তরিকত হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ আলী বশনী মা.জি.আ’র সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে বক্তব্য রাখেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেমে দ্বীন মিশর আল আজহার বিশ্ববিদ্যালের সাবেক ভিপি শায়খ সৈয়দ হাসান আযহারী সাহেব, হবিগঞ্জ দারুচ্ছুন্নাৎ কামিল মাদ্রাসার সহকারি অধ্যাপক মুফতি হাফিজ আহমদ নিজামী শাফি। পীর তরিকত হযরত মাওলানা জহুরুল ইসলাম, মুফতি মাওলানা শহিদুল্লাহ বাহাদুর সাহেব,চট্টগ্রাম।
অধ্যক্ষ মুফতি মাওলানা মোহাম্মদ বদরুর রেজা সেলিম সাহেব,মুফতি সমুজ আলী মোজাহেদী, মুফতি ফেরদাউস আহমেদ সাহেব,মুফতি এম এ কাদির ফারুকী, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগনসহ দেশবরেণ্য ওলামায়ে কিরাম। আলোচনায় বক্তারা, কুরআন-সুন্নাহর আলোকে আউলিয়া কেরামদের শান-মান বর্ণনা করেন।
বাংলাদেশ ওলী-আউলিয়ার দেশ, সূফীবাদের মাধ্যমেই শান্তিপূর্ণ পন্থায় ইসলামের অনুসরণ ও প্রচার সম্ভব বলে বক্তারা বক্তব্য বলেন । সভাপতি বক্তব্যে পীরে তরিকত হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ আলী বশনী মা.জি.আ.) মুসলমানদের ঐক্যবদ্ধ হয়ে থাকার আহবান করেন এবং রাষ্ট্রের নিকট ধর্ম ও প্রিয় নবী রাহমাতুল্লিল আলামীন হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম’র শানে আঘাত করলে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড আইন প্রণয়নের দাবী জানান।
পরিশেষে উপস্থিত সকলকে নিয়ে বাদ ফজর মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয় ৮৭ তম ওরশে আউলিয়া মাহফিল।