জামাল হোসেন লিটন, চুনারুঘাট:
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার খোয়াই, ইছালিয়া, করাঙ্গীসহ চা বাগানের ছড়া থেকে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন কোনভাবেই বন্ধ হচ্ছে না। প্রতিদিন চুনারুঘাট উপজেলা প্রশাসন মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানাসহ এস্কেভেটর, ড্রাম ট্রাক, ট্রাক্টর ও বালু উত্তোলনের মেশিন জব্দ করলেও মাটি কাটা বন্ধ হচ্ছে না। প্রশাসন একদিকে অভিযান করলে, অন্যদিকে মাটি কেটে নিয়ে যাচ্ছে মাটি, বালু লোটেরার দল।
রবিবার (০২ ফেব্রুয়ারি ২০২৫) দুপুর ১২ টায় থেকে বিকেল ৪টা পর্যন্ত চুনারুঘাট উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে উপজেলার উবাহাটা ইউনিয়নের খোয়াই নদীর নতুন ব্রিজ সংলগ্ন স্থান থেকে ৩টি এস্কেভেটর ও ১০টি ড্রাম ট্রাক আটক করেছে।
এ অভিযান পরিচালনা করেন, চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া, ও সহকারি কমিশনার (ভুমি) মাহবুব আলম মাহবুব।
এসময় উবাহাটা বালুমহালের ইজারা বহির্ভূত অংশ হতে মাটি কাটা ও পরিবহনের কাজে ব্যবহৃত ৩ টি এস্কেভেটর মেশিন এবং ৩ টি ড্রাম ট্রাক জব্দ করে স্থানীয় চেয়ারম্যানের জিম্মায় দেওয়া হয়৷
এবং, মাটি পরিবহনের কাজে ব্যবহৃত ০৭ টি ড্রাম ট্রাক জব্দ করে উপজেলা পরিষদ মাঠে রাখা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার ও শনিবার গাধাছড়া ও ইছালিয়া ছড়ায় অভিযান চালিয়ে কমপক্ষে ২০টি মেশিন ও ২ হাজার ঘনফুট পাইপ ধংস করা হয়।
চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া বলেন, জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে।