মোঃ আশিকুর রহমান, আজমিরীগঞ্জ প্রতিনিধি:
আগামী ৩১ জানুয়ারি আজমিরীগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক ২০২৫-২৬ সেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে কেন্দ্র করে সাংবাদিকদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে।
সোমবার ২০ জানুয়ারী বেলা ১১ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত কার্যনির্বাহী কমিটির ১১টি পদে ১৫ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন প্রধান নির্বাচন কমিশনার চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ ও নির্বাচন কমিশনার শরিফ চৌধুরী, খালেদুর রশীদ ঝলকের নিকট।
নির্বাচন কমিশন সুত্রে জানাযায়, গতকাল সোমবার বেলা ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত বিকাল মনোনয়ন পত্র বিতরণ করা হয়৷ দুপুর ৩ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত মনোনয়ন পত্র দাখিল করেন। সভাপতি পদে সাবেক সভাপতি হবিগঞ্জ জনতার এক্সপ্রেস প্রতিনিধি শেখ আমির হামজা, সাবেক সভাপতি আজকের বিজনেস বাংলাদেশ ও দৈনিক হবিগঞ্জের মূখ প্রতিনিধি স্বপন বনিক ও সাবেক সহ-সভাপতি আমাদের সময় প্রতিনিধি ফরহাদ চৌধুরী।
সাধারন সম্পাদক পদে সাবেক সাধারন সম্পাদক দৈনিক খোয়াই, যায়যায়দিন ও সিলেটের ডাক প্রতিনিধি মোঃ আবু হেনা, তরফ বার্তা প্রতিনিধি কামরুল হাসান কুহিন ও শরিফ উদ্দিন পেশোয়ার।
এছাড়া সহ-সভাপতি পদে আমিনুল ইসলাম, যুগ্ম-সাধারন সম্পাদক পদে মিলন মাহমুদ, কোষাধ্যক্ষ পদে বিকে ব্যানার্জী ও সঞ্জীব রায় চক্রবর্তী, দপ্তর সম্পাদক পদে তাজুল ইসলাম মোজাহিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে সুহেল রানা, কার্যকরী সদস্য পদে দ্বীগেন্দ্র সুত্রধর, জুনায়েদ আল হাবিব ও আবুল খায়ের মাহাদি মনোনয়ন পত্র দাখিল করেন৷
২১ জানুয়ারি মঙ্গলবার মনোনয়ন পত্র যাচাই-বাছাই এবং ২২ জানুয়ারি মনোনয়ন পত্র প্রত্যাহারের তারিখ। আগামী ৩১ জানুয়ারি উপজেলা পরিষদ এর হল রোমে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে৷
নির্বাচন কমিশনার শরিফ চৌধুরী জানান,গঠনতন্ত্র মোতাবেক এবৎসর থেকে আজমিরীগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন হচ্ছে৷ আগামী ৩১ জানুয়ারি ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হবে৷