মোহাম্মদ জালাল উদ্দিন রুমি :
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল দশটায় শায়েস্তাগঞ্জ উপজেলার দাউদনগর বাজারে আঞ্চলিক কেন্দ্রের উদ্বোধন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএসএম আমানুল্লাহ।
হবিগঞ্জ আঞ্চলিক কেন্দ্রের পরিচালক (ভারপ্রাপ্ত) আ: সালাম ইকবালের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ, উপাচার্যের একান্ত সচিব আমিনুল আকতার, জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিচালক জসীম উদ্দীন, সফিউল করীম, মুসলেহ উদ্দীন, নজরুল ইসলাম, সিলেট আঞ্চলিক কেন্দ্রের পরিচালক আবু হুরায়রা।
এছাড়াও উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গাজী গোলাম মোস্তফা, শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও নুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল, শায়েস্তাগঞ্জ পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র ফরিদ আহমেদ অলি, পৌর যুবদলের আহবায়ক কামরুল হাসান রিপন।
প্রধান অতিথির বক্তব্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএসএম আমানুল্লাহ বলেন, খুব শীঘ্রই স্থায়ীভাবে হবিগঞ্জ আঞ্চলিক কেন্দ্র ও ট্রেনিং সেন্টার নির্মাণ করা হবে। এসময় তিনি স্থানীয় নেতৃবৃন্দকে শায়েস্তাগঞ্জে সাইন্স এন্ড টেকনোলজি কলেজ প্রতিষ্ঠা করার জন্য তাগিদ দেন এবং সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।