এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট :
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় মাঠ দিবস উপলক্ষে আলোচনা সভা প্রদর্শনী পরিদর্শন অনুষ্ঠিত।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে উপজেলার সদর ও উবাহাটা ইউনিয়নে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহিদুল ইসলাম সভাপতিত্ত্বে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আক্তারুজ্জামান।এছাড়াও সহকারী কৃষি কর্মকর্তা রমজান আলী উপস্থিতি ছিলেন।
উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে ৬নং চুনারুঘাট সদর ও ৭নং উবাহাটা ইউনিয়ন পরিষদে ঘরগাও গ্রামের অর্ধশত কৃষক কৃষাণীদের উপস্থিতিতে ২০২৪/২৫ অর্থবছরের খরিপ মৌসুমী-২ আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান, গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্প এর আওতায় বাস্তবায়িত আউশ এসএমই এর মাঠ দিবস উপলক্ষে আলোচনা সভা ধান প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।