মোঃ আব্দুল হক রেনু, শায়েস্তাগঞ্জ :
জন প্রিয় ইসলামী আলোচক আহলে সুন্নাত ওয়াল জামা’আতের অতন্ত প্রহরী পীর মুফতি গিয়াস উদ্দিন আত্ব তাহেরীর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে স্থানীয় নতুন ব্রীজের সর্বস্তরের মুসলিম জনতার আয়োজনে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন সৈয়দ আকিকুর রেজা। মাও: শোয়েব আহমেদের পরিচালনায় বক্তব্য রাখেন, মাওলানা ইসমাইল হোসেন নোমানী, মাওলানা আব্দুল কাদির, মাওলানা জয়নাল আবেদীন, মাও: মাহবুবুর রহমান খান, ছাত্রনেতা আফজাল রেজা প্রমুখ।
এ সময় বক্তারা অন্তবর্তীকালীন সরকারের প্রতি পীর মুফতি গিয়াস উদ্দিন আত্ব তাহেরীর উপর ষড়যন্ত্রমূলক ও মিথ্যা মামলা মামলা প্রত্যাহারের জোর দাবি জানান।