মাধবপুর প্রতিনিধি:
সারা দেশের আলোচিত বক্তা গিয়াস উদ্দিন তাহেরীর নামে ষড়যন্ত্র মুলক মামলা প্রত্যাহারের দাবিতে হবিগন্জের মাধবপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে।
আজ শনিবার ( ২১ ডিসেম্বর) দুপুরে মাধবপুর উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যাগে একটি মিছিল বের করা হয়। মিছিলটি ঢাকা সিলেট মহাসড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে গিয়ে পথা সভা করে।
কর্মসূচিতে বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামাতের মাধবপুর উপজেলার সভাপতি মাওলানা ইউনুস আনসারী, মাওলানা মুফতি জাকিউর রহমান কাদেরী আল হুসাইনি, ক্বারী মিজানুর রহমান আজিজী, মাওলানা মুস্তাকিলা নুরী, মাওলানা আশরাফুল ইসলাম, মাওলানা কারী আতিকুর রহমান আতিক, সহ অনেকেই।
বক্তারা বলেন অনতি বিলম্বে তাহেরির বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে অন্যথায় পরবর্তীতে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।