বাহার উদ্দিন,লাখাই থেকে :
হবিগঞ্জের লাখাইয়ে আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২৪ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।
বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বর্ণাঢ্য র্যালী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ সুলতানার নেতৃত্বে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে এসে শেষ হয়।
র্যালী পরবর্তী আলোচনা সভাউপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) নাহিদ সুলতানার সভাপতিত্বে ও আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ আবদুল মোতালেব এর সন্চালনায়- অনুষ্ঠিত হয়।
এতে আলোচনায় অংশ নেন উপজেলা মৎস্য কর্মকর্তা আবু ইউসুফ, সমাজ সেবা কর্মকর্তা শিবলী জামান, শিক্ষা কর্মকর্তা জামাল উদ্দীন, মহিলা বিষয়ক কর্মকর্তা এটিএম মুহিতুল ইসলাম , পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক নিয়ামত ভুইঁয়, লাখাই প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি এম এ ওয়াহেদ, সহসভাপতি আশীষ দাশ গুপ্ত।
সভায় আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবসের উপর বিভিন্ন তাৎপর্য তুলে ধরেন বক্তারা।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন সাংবাদিক এম এ ওয়াহেদ এবং গীতা পাঠ করেন আশীষ দাশ গুপ্ত।