শায়েস্তাগঞ্জ প্রতিনিধি :
নতুন ইতিহাসের শুভ সূচনা হয়েছে শায়েস্তাগঞ্জে। ৫৩তম বিজয় দিবসে শায়েস্তাগঞ্জে উপজেলা পরিষদের অধিগ্রহণকৃত জমিতে নির্মিত অস্থায়ী স্মৃতিসৌধে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়েছে।
নব গঠিত শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ কমপ্লেক্স নির্মাণের জন্য থানার পাশে নির্ধারিত জমি ভরাট করা হয়েছে। বীর মুক্তিযোদ্ধা কাজী গোলাম মর্তুজার প্রস্তাবে সেখানে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে উপজেলা পরিষদের স্থানটি প্রথমবারের মতো সবার কাছে পরিচিত হলো।
বিজয় দিবসের সকালে উপজেলা নির্বাহী অফিসার পল্লব হোম দাসের নেতৃত্বে প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ, ফায়ার সার্ভিস, শিক্ষা প্রতিষ্ঠান, প্রেসক্লাবসহ বিভিন্ন সংস্থা পক্ষ থেকে সেখানে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। এ ছাড়া দিনব্যাপী নানান আয়োজনে ও যথাযোগ্য মর্যাদায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় মহান বিজয় দিবস পালিত হয়েছে।
বিজয় দিবসে বিজয় মেলা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
১৬ই ডিসেম্বরের সূচনালগ্নে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পার্কিং এলাকায় ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। উপজেলার সকল সরকারি, আধাসরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান ও ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
পূর্ব বড়চর বৃহত্তর সিলেট বিভাগের প্রথম ২ শহীদ বীর মুক্তিযোদ্ধা মফিল হোসেন ও আফিল উদ্দিনের কবরে দুর্জয় শহীদ বেদিতে পুষ্পস্তবক নিবেদন করা হয় ।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা কাজী গোলাম মতুর্জ, বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমান প্রমুখ। বক্তৃতা শেষে বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার সন্তান ও স্ত্রীর হাতে বিজয় দিবসের উপহার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার পল্লব হোম দাস।
শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত শীতকালীন পিঠা, দেশজ কারো পণ্য সামগ্রী নিয়ে বিজয় মেলা ও শহীদ মিনার চত্বরে দেশ নাট্যগোষ্ঠীর পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়েছে ।