সৌদিআরব প্রতিনিধি ঃ সৌদিআরব বিএনপির সভাপতি আহমদ আলী মুকিব হবিগজ্ঞ জেলা কারাগারের ভিতরে হবিগজ্ঞ পৌরসভার মেয়র জেলা বিএনপির সাধারন সম্পাদক জি কে গৌছকে হত্যার উদ্দেশ্য হামলা চালানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ
জানিয়েছেন
।আহমদ আলী মুকিব বলেন, আওয়ামীলীগ এতো ভন্ডামী করছে যে গোলাম কিবরিয়া গৌছ কিবরিয়া হত্যার সময় হজ্ব পালনে সৌদি আরবে ছিলেন, অথচ তার নাম নতুন করে ঢুকানো হয় আজ হত্যার উদ্দেশ্য হামলা চালায় সরকর প্রমাণ করে আওয়ামীলীগ সরকার রাজনৈতিক এবং মানসিকতায়ও দেওলিয়া হয়ে গেছে।
আওয়ামীলীগের সরকার তাদের পায়ের তলার মাটি সরে গিয়েছে। তারা তাই এখন পাগলের মতো আচরণ করা শুরু কয়রে দিয়েছে। দেশ বিদেশের সকলের কাছে আজ পরিষ্কার জি কে গৌছ কে হত্যার উদ্দেশ্য কারাগারে আজ হামলা চালানো হয়েছে।আওয়ামীলীগ নিজেদের দুঃশাসন ও অপকর্ম ঢাকার জন্য কারাগারে হবিগজ্ঞ জেলা বিএনপির সাধারন সম্পাদক জি কে গৌছ কে তাদের এজেন্ট দিয়ে হত্যার উদ্দেশ্য হামলা চালানো হয়।
আহমদ আলী মুকিব অবিলম্বে গোলাম কিবরিয়া গৌছের নিশর্ত মুক্তির দাবী জানিয়েছেন