শায়েস্তাগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। শনিবার সকালে রেল স্টেশন সংলগ্ন বধ্যভূমিতে ফুল দিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। পরে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পল্লব হোম দাসের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন জহুর চান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।
এ ছাড়াও আরও বক্তব্য রাখেন- ওসি তদন্ত আল আমিন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সফিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সার্জেন্ট (অবঃ) আব্দুল আলী, বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক চৌধুরী মাহতাব,বীর মুক্তিযোদ্ধা কাজী গোলাম মর্তুজা, সাংবাদিক মঈনুল হাসান রতন প্রমুখ। এছাড়া সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, মুক্তিযোদ্ধার সন্তান অংশগ্রহণ করেন।