এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট :
চুনারুঘাটে শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে পুরোনো কাপড়ের দোকানে বাড়ছে ক্রেতাদের ভিড়।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর)বিকালে সরেজমিনে বাজার ঘুরে দেখা যায়,চুনারুঘাট পৌরসভা মধ্যবাজারে শাহী ঈদগা পাশে ফুটপাতে হাটে পুরোনো শীতবস্ত্রের ফুটপাত দোকান গুলোতে বেশি ভির।সাধারণত দরিদ্র ও মধ্যবিত্ত মানুষ ভিড় করছেন পুরাতন এ সকল গরম কাপড়ের দোকানে। তবে ফুটপাত থেকে শুরু করে অভিজাত মার্কেটগুলোতেও এখন গরম কাপড়ের চাহিদা বেড়েছে বহুগুণ।
তাছাড়াও শীত উপলক্ষ্যে মৌসুমি ব্যবসায়ীরাও ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে দোকানগুলোতে শীতবস্ত্রের পসরা সাজিয়ে বসেছেন।কাপড়ের পাশাপাশি পুরাতন মহাসড়ক দখল করে ফুটপাতে বিভিন্ন দোকানের সামনে দেখা যায় প্রায় শতাধিক মৌসুমি দোকানও বসেছে। এসব ফুটপাতের প্রতিটি দোকানেই শীতের পোশাকে ও জিনিস পত্রে ঠাসা। ২০ টাকা থেকে শুরু করে ৫শ টাকা পর্যন্ত দরের মধ্যে শীতবস্ত্র পাওয়া যায় এই সব দোকানে। শীতের হাত থেকে রক্ষা পেতে এসব দোকান গুলোই নিম্ন আয়ের মানুষের ভরসা। অন্য মার্কেটের চেয়ে কম দামের কারণে পুরাতন কাপড়ের দোকানে ক্রেতাদের আগ্রহ বেশি। এসব দোকান গুলোতে মেয়েদের জ্যাকেট, ফুলহাতা গেঞ্জি, ব্লেজার, লেদার জ্যাকেট, হাফ সোয়েটারসহ প্রায় সবকিছুই রয়েছে। দামে কিছুটা সস্তা হওয়ায় নারী-পুরুষ ভিড় করছেন দোকানগুলোতে। এসব দোকানে কেনা কাটার জন্য আগে অসহায় ও গরিব মানুষ আসলেও এখন ধনী-গরিব সবাই আসে।
পুরানো কাপড় কিনতে আসা জুলেখা , নাজমুল , রুবেল সহ অনেকেই বলেন, সব ধরনের কাপড় এসব দোকানে পাওয়া যাচ্ছে। তবে গত বছরের চেয়ে এ বছর দাম কিছুটা বেশি। শীতবস্ত্র কিনতে আসা শাকিল ইসলাম বলেন, ‘হঠাৎ করেই শীত পড়তে শুরু করেছে, তাই শীতের কাপড় কিনতে এসেছি। তবে দোকানে এত ভিড় হবে আশা করিনি।