লাখাই প্রতিনিধি :
হবিগঞ্জের লাখাইয়ে বাজার থেকে মাছ ক্রয় করাকে কেন্দ্র করে বাকবিতন্ডার জেরে দু’পক্ষের সংঘর্ষে শতাধিক আহত হয়েছে বলে জানা যায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে প্রাপ্ত তথ্যে জানা যায় মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে উপজেলার লাখাই বাজার এ মাছক্রয় করাকে কেন্দ্র করে স্বজন গ্রামের আব্দুল্লাহ মিয়ার পুত্র কামাল মিয়ার পক্ষের লোকজন এর সাথে একই গ্রামের আবুমিয়ার পুত্র জিলু মিয়ার পক্ষের বাকবিতন্ডার এক পর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়ে পড়ে।
প্রায় ২-২-৩০ ঘন্টা ব্যাপী সংঘর্ষের একপর্যায়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) বন্দে আলীর নেতৃত্বে একদল পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষে উভয়পক্ষের অন্তত শতাধিক লোক আহত হয়েছে বলে জানা যায়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও হবিগঞ্জ জেলা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানা যায়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
এ বিষয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) বন্দে আলী এর সাথে যোগাযোগ করা হলে জানান লাখাই বাজারে মাছ কেনাবেচা নিয়ে সংঘর্ষের সূত্রপাত হয়ে কামাল মিয়া ও জিলু মিয়ার মধ্যে। পরে তা উভয় পক্ষের লোকজন জড়িয়ে পড়ে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।