স্টাফ রিপোর্টার ॥
হবিগঞ্জের বাহুবল রশিদপুর চা বাগানে মাল্টিপুল মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্ট (এমএমএস) প্রকল্পের অর্থায়নে পরিচালিত ও সীমান্তিকের বাস্তবায়নে মা সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলার রশিদপুর চা বাগানে এসমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে চা বাগানসহ আশাপাশ এলাকার ৪৯ জন গর্ভবতী মা এবং পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় সকল গর্ভবতী মায়েদেরকে বিনামূল্যে গর্ভকালীন সেবা সেবা প্রদান করা হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন এসএমসি এমডি এন্ড সিইও তসলিম উদ্দিন খান, অ্যাডিশনাল জিএম (অ্যাডমিন) কাওসার আলম চৌধুরী, ফিল্ড ইম্পিলিমেন্টেশন রেজাউল হক, সীমান্তিকের নির্বাহী পরিচালক কাজী মোকসেদুর রহমান, সীমান্তিকের প্রকল্প ব্যবস্থাপক ডাঃ রুহুল আমীন, এসএমসি’র প্রডাক্ট অ্যান্ড হেলথ নিউট্রিশন মার্কেটিং আবদুল্লাহ আল মামুন, ম্যানেজার বিএসপি রাশেদ রেজা চৌধুরী, ডিপিএম এএফএম ফজলে খোদা, প্রোগ্রাম অফিসার আতিকুজ্জামান এমএমএস প্রকল্পের কো-অর্ডিনেটর হুমায়ুন কবীরসহ প্রকল্পের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারী।
আলোচনা সভায় বক্তারা বলেন, একজন গর্ভবতী মা’কে কমপক্ষে চার বার দক্ষ সেবাদানকারীর দ্বারা গর্ভকালীন সেবা গ্রহণ করতে হবে। এছাড়া গর্ভকালীন ৫টি বিপদচিহৃ, গর্ভকালীন সময়ে পুষ্টিকর খাবার খাওয়া, নিয়মিত খাবারের পাশাপাশি অতিরিক্ত দুইবার ভারী নাস্তা, পরিমিত বিশ্রাম নিতে হবে। পাশাপাশি খাবারে মাইক্রো নিউট্রিয়েন্ট সাপ্লিমেন্ট ফুলকেয়ার ট্যাবলেট, ক্যালসিয়াম সেবন ও হাসপাতালে ডেলিভারীর প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
এদিকে প্রকল্প বাস্তবায়নকৃত এলাকার প্রতিটি মা’কে কমপক্ষে চারবার এএনসি সেবা প্রদানে এসএমসি’র প্রত্যয় এর কথা তুলে ধরা হয়। শিশুদের গ্রোথ মনিটরিং সেবাও প্রদান করা হচ্ছে যা স্বাস্থ্য সেবাখাতে নতুন দিগন্তের সূচনা করেছে বলে সভায় জানানো হয়।
অনুষ্ঠান শেষে তসলিম উদ্দিন খান ৪৯ জন গর্ভবতী মায়েদের হাতে ফুলকেয়ার উপহার হিসাবে তুলে দেন।