নবীগঞ্জ(হবিগঞ্জ) প্রতিনিধিঃ
হবিগঞ্জ-১ আসনের সাবেক এমপি, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও হবিগঞ্জ জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব শেখ সুজাত মিয়ার মাতা বিশিষ্ট সমাজ সেবিকা আলহাজ্ব শেখ আমিনা বিবি’র দাফন গতকাল শনিবার সম্পন্ন হয়েছে। ওই সকাল সাড়ে ১১টায় পৌর এলাকার চরগাঁও শাহী ঈদগাহ ময়দানে জানাযার নাজাম অনুষ্টিত হয়েছে। মরহুমার জানাযার নামাজে হবিগঞ্জ জেলার বিভিন্ন অঞ্চল থেকে রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দসহ নানা শ্রেণী পেশার হাজার হাজার মানুষের ঢল নামে। এরআগে হবিগঞ্জ রোডস্থ মরহমার বাসভবনে শেষবারের মতো এক নজর দেখার জন্য নারী, পুরুষের ভিড় ছিল লক্ষনীয়। দলীয় নেতাকর্মীদের ছিল উপছে পড়া ভীড়। আগত লোকজন সাবেক এমপি আলহাজ্ব শেখ সুজাত মিয়াসহ পরিবারের লোকদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন। পরে মৃতদেহটি সকাল ১১ টার দিকে ঈদগাহ ময়দানে নেয়া হয়। উক্ত ময়দানে মানুষের খানায় খানায় ভরপুর ছিল। জানাযার নামাজটি এক পর্যায়ে জন সমুদ্রে রূপ নেয়। পরিনত হয় রাজনৈতিক মিলন মেলারও। সকল দলের রাজনৈতিক নেতৃবৃন্দের উপস্থিত ছিল। জানাযার নামাজের পুর্বে পরিবারের পক্ষ থেকে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিএনপি দলীয় সাবেক সাংসদ আলহাজ্ব শেখ সুজাত মিয়া, তার সহোদর শেখ আছাব মিয়া এবং মরহুমার বেয়াঈ জেকে হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক মাহবুব চৌধুরী। এতে অংশ গ্রহন করেন হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সভাপতি এমএ মুনিম চৌধুরী বাবু এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, পৌর সভার মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, সেচ্ছসেবক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মখলিছুর রহমান, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইসলাম তরফদার তনু, ডাঃ আহমেদুর করিম আব্দাল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক রিচি ইউপি চেয়ারম্যান মিয়া মোহাম্মদ ইলিয়াছ, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম বাবুল, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল, বাহুবল উপজেলা বিএনপির সভাপতি আকদ্দুছ মিয়া বাবুল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান শেফু, বাহুবল বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মিজানুর রহমান, আব্দুর রউফ, ডাঃ সফিকুর রহমান, সরফরাজ চৌধুরী, আবুল হোসেন আজাদ, খালেদ আহমদ পাঠান, ইউপি চেয়ারম্যান আনোয়ারুর রহমান, আব্দুল মুক্তাদির চৌধুরী, ছাইম উদ্দিন, আশিক মিয়া, দৈনিক হবিগঞ্জ সময় সম্পাদক আলা উদ্দিন, এডভোকেট ফারুক আহমদ, মোস্তাক আহমদ মিলু, শিহাব চৌধুরী, মুশফিকুজ্জামান চৌধুরী নোমান, মোর্শেদ আহমদ, এটিএম সালাম, আব্দুর রকিব, আব্দুল বাকির চৌধুরী এমরান, হারুনুর রশীদ, সাহেব আলী, মনর উদ্দিন, আব্দুল আলীম ইয়াসিনী, সাহেদুল ইসলাম চৌধুরী রিপন, মিজানুর রহমান জুয়েল, শেখ আবুল কাশেম, খালেদ আহমদ, আবুল কালাম মিঠু, নাজির আহমদ চৌধুরী, ওয়াহিদুজ্জামান জুয়েল, অলিউর রহমান অলিসহ বিএনপি, আওয়ামীলীগ, জাতীয় পার্টি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দ অংশ গ্রহন কনে।
উল্লেখ্য, তিনি গত বুধবার দিবাগত রাত আড়াই টার দিকে হবিগঞ্জ রোডস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মরহুমার মৃত্যুর খবর পেয়ে লন্ডনে অবস্থানরত তার বড় ছেলে সাবেক এমপি আলহাজ্ব শেখ সুজাত মিয়াসহ পরিবারের অপর সদস্যগণ লন্ডন থেকে দেশের ফেরার পর গতকাল শনিবার জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।