এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট :
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় মোবাইলের আসক্তি অভিমানের জের কিশোরের আত্মহত্যা ঘটনা ঘটেছে।
ঘটনাটি ঘটেছে শুক্রবার (১৮ অক্টোবর) দিনে উপজেলার ১০নং মিরাশি ইউনিয়ন কালেঙ্গা পূর্ব টিলা নামক গ্রামে।
নিহত কিশোর উপজেলার পূর্ব টিলার জয়নাল আবেদীনের পুত্র নাহিদ মিয়া(১১)।সে স্থানীয় এক মাদ্রাসার ছাত্র।
তথ্য নিয়ে জানা যায়,ঘটনার দিন মোবাইল ফোন চালাতে না দেয়ায় মায়ের সাথে অভিমান করে গলায় ফাঁস লাগায় নাহিদ মিয়া (১১)।পরে ঘটনা জানাননি হলে এডিএম কোর্টের অনুমতি সাপেক্ষে দাফন করা হয়েছে।
এ বিষয়টি সত্যতা নিশ্চিত করেন স্থানীয় মেম্বার আমির উদ্দিন বাচ্চু মিয়া।