এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট :
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় বইপাঠ প্রতিযোগীতা ২০২৪ ইংরেজি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ অক্টোবর) সকাল ১০টায় চুনারুঘাট উপজেলা প্রশাসন আবাসিক এলাকাস্থ বিয়াম ল্যাবরেটরি স্কুলে উক্ত প্রতিযোগীতাটি অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন পদক্ষেপ গণ পাঠাগারের সহ সভাপতি হুমায়ুন কবির চৌধুরী, সাধারণ সম্পাদক এস এম মিজান,অর্থ সম্পাদক হুমায়ুন কবির মিলন,যুগ্ম সাধারণ সম্পাদক নুর উদ্দিন,শিক্ষা ও গবেষণা সম্পাদক বশির মাস্টার,প্রচার ও প্রকাশনা সম্পাদক এফ এম খন্দকার মায়া প্রমুখ।
আলোর বাতিঘর খ্যাত পদক্ষেপ গণ পাঠাগার চুনারুঘাটের উদ্যোগের প্রতি বছরের ন্যায় এ বছরও এই প্রতিযোগীতাটি আয়োজন করা হয়েছে। এতে উপজেলার বিভিন্ন নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সহ কলেজ শাখার শতাধিক শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সপ্তাহ ব্যাপী বই পাঠ শেষে এক ঘন্টাব্যাপী মূল্যায়ন পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে।
উল্লেখ্য যে আগামী ২৬ অক্টোবর বিকালে পদক্ষেপ গণ পাঠাগার ভবন মিলনায়তনে জাতীয় আবৃত্তি শিল্পীগণের কর্মশালা শেষে সকল শিক্ষার্থীদের উপস্থিতিতে বিজয়ীদের মধ্যে পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত হবে।