হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জিকে গউস কারাগারে বালতির হাতুড় দিয়ে আগাত করলে এতে আহত হয়েছেন। এ ঘটনায় আগামী রোববার সকাল সন্ধ্যা হরতাল আহ্বান করেছে জেলা বিএনপি।
শনিবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।
জেলা কারাগারের জেলার শামীম ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকাল ১১টার দিকে কারাগারের ভেতর পৌর মেয়র জিকে গউস ঈদের নামাজ পড়ছিলেন। এ সময় সুজন হত্যা মামলার আসামি ইলিয়াস তাকে বালতির হাতুড় দিয়ে আগাত করে। এতে তিনি মারত্মক জখম হন। তাকে দ্রুত কারাগার হাসপাতালে ভর্তি করা হয়। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এদিকে, পৌর মেয়রকে হামলার ঘটনায় আগামীকাল রোববার সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে জেলা বিএনপি।
গত ২০১৪ সালের ২৮ ডিসেম্বর আওয়ামী লীগ নেতা কিবরিয়া হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান জেলার শামীম ইকবাল।