মাধবপুর প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুর উপজেলা পরিষদের বিশেষ বরাদ্দ থেকে
চা-শ্রমিকদের মাঝে রেইনকোট, সেলাই মেশিন ও ফ্যান বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম ফয়সলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান।
প্রেসক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি’র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মামুন, উপজেলা বিএনপির সহসভাপতি ও ইউ/পি চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী, নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আতাউল মোস্তফা সোহেল, প্রধান শিক্ষক ইস্কান্দার মির্জা ফারুক, নূরজাহান আক্তার, আবু তাহের, নোয়াপাড়া চা বাগানের পঞ্চায়েত সভাপতি কমেট নায়েক, ইউ/পি সদস্য বাবুল চৌহান প্রমুখ।
পরে প্রধান অতিথি সেলাই মেশিন, রেইন কোট ও ফ্যান বিতরণ করেন।