লাখাই প্রতিনিধি:
হবিগঞ্জের লাখাইয়ে ইয়াবা ট্যাবলেট সহ বিক্রেতা আরশ মিয়া নামে একজন কে আটক করেছে পুলিশ।
থানা পুলিশ সুত্রে জানা যায় সোমবার (৭ অক্টোবর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের উপ-পরিদর্শক(এসআই) শৈলেশ চন্দ্র দাস সঙ্গীয় পুলিশ ফোর্স সহ মোড়াকরি ইউনিয়নের মোড়াকরি গ্রামের আরজু মিয়ার ছেলে মোঃ আরশ মিয়ার বাড়ীর সামনে রাত ১১টায় আসামীর দেহ তল্লাশি চালিয়ে ৩২ পিস ইয়াবা জব্দ করে আাসমীকে আটক করে থানায় নিয়ে আসে।
এ সংক্রান্ত বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বন্দে আলীর সাথে যোগাযোগ করলে তিনি এ প্রতিনিধি কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমার দিকনির্দেশনায় পুলিশের উপ-পরিদর্শক শৈলেশ চন্দ্র দাস সঙ্গীয় ফোর্স সহ আসামীর কাছ থেকে ৩২ পিস ইয়াবা সহ আটক করে।
এ ব্যপারে আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের পূর্বক হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে আসামী কে সোপর্দ করা হয়েছে।