বাহার উদ্দিন,লাখাই থেকে :
হবিগঞ্জ জেলার লাখাই উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২৪ উদযাপন করা হয়েছে।
রবিবার(৬ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন সনদ পাওয়ার ক্ষেত্রে অধিকার নিয়ে আলোচনায় অংশ নেন লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বন্দে আলী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মাহমুদুল হাসান মিজান, মোড়াকড়ি ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান আবুল কাশেম মোল্লা ফয়সল, বামৈ ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান হাজী আজাদ হোসেন ফুরুক, মিড়িয়াউক ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মোঃ নোমান মিয়া, পজিব কর্মকর্তা একেএম আব্দুস শাহেদ, লাখাই প্রেসক্লাব এর সিনিয়র সহসভাপতি এম এ ওয়াহেদ, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আব্দুল মোতালেব, গ্রাম আদালত এর কো-অর্ডিনেটর মোঃ আলমগীর হোসেন, ইউপি সচিব আইনুল হক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
সভায় আরো উপস্থিত ছিলেন ৬টি ইউনিয়নের সচিববৃন্দ, হিসাব সহকারীগন সহ আরো বিভিন্ন নেতৃবৃন্দ।
সভায় সভাপতির বক্তব্যে সহকারী কমিশনার( ভূমি) মাসুদুর রহমান বলেন প্রত্যেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব সহ যারা জন্ম ও মৃত্যু নিবন্ধন সনদ নিয়ে কাজ করেন যার যার অবস্থান থেকে সর্বোচ্চ সেবা দেয়ার উপর গুরুত্বারোপ করেন।তিনি আরোও বলেন সেবা গ্রহীতা যারা আছেন তারাও আন্তরিক ভাবে জন্ম ও মৃত্যু নিবন্ধন বিষয়ে আরো সচেতনতার সাথে কাজ করলে জন্ম ও মৃত্যু নিবন্ধন নিয়ে সেবা পেতে দাতা ও গ্রহীতারা আরো সচেতন হতে হবে। তিনি আরো বলেন যারা জন্ম ও মৃত্যু নিবন্ধন সনদ পাওয়ার ক্ষেত্রে সচিগন যা যা পরামর্শ দিবেন সে ক্ষেত্রে সেবা গ্রহীতাগন যদি যথাযথ ভাবে পালন করে তা হলেই সমস্যার সমাধান সহজতর হবে বলে আমি আশাবাদী।
সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন শেফু মিয়া ও গীতা পাঠ করেন সমবায় কর্মকর্তা রুপালি পাল।
আলোচনা সভা শেষে একটি বর্নাঢ্য র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়।