শায়েস্তাগঞ্জ প্রতিনিধি :
মহানবী হযরত মুহাম্মদ (ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-কে নিয়ে ভারতীয় পুরোহিতের কটূক্তি ও সেই বক্তব্যকে বিজেপির এক নেতার সমর্থন দেওয়ার প্রতিবাদে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০৪ই অক্টোবর) দুপুর ২টায় অলিপুর সিটিপার্কের সামনে ধর্মপ্রাণ মুসলিম ছাত্র ও জনসাধারণের ব্যানারে অনুষ্টিব্য মানববন্ধনে অংশগ্রহন করেন কয়েকশত সাধারণ মানুষ ও ধর্মীপ্রাণ মুসল্লীরা ।
উক্ত আয়োজিত প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে বক্তারা বলেন, গত আগস্ট মাসে রাসুল (ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-কে নিয়ে কটূক্তি করেন ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ। তাঁকে সমর্থন দেন বিজেপির বিধায়ক নীতেশ নারায়ণ রানে, এ দুজনের বিরুদ্ধে থানায় মামলা হলেও এখনো রাজ্য সরকার তাঁদের গ্রেপ্তার করেনি। এর প্রতিবাদে ক্ষুব্ধ হয়ে উঠেছে মহারাষ্ট্রের মুসলিম জনতা। তাঁরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন।
মহানবী (ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-কে অবমাননাকারীদের গ্রেপ্তার করে সঠিক বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তাঁরা। এছাড়াও অন্তবর্তীকালীন সরকারের প্রতি দাবি রাখেন তারা যেন ভারতীয় সরকারকে চাপ দিয়ে রামগিরিকে কঠিন শাস্তির মুখোমুখি করেন, অন্যথায় আরো বৃহৎ আন্দোলন গড়ে তুলার হুংকার দেন তারা ।
ভারতের মুসলিমদের অত্যাচারের প্রতিক্রিয়া ব্যক্ত করে সমাবেশে বক্তারা আরো বলেন, ভারত বাংলাদেশের জাতীয় শত্রু। এটা বাংলাদেশের হিন্দুদের স্বীকার করতেই হবে। নেপালের হিন্দুরা ভারত বিরোধী হলে, বাংলাদেশের হিন্দুদের ভারত বিরোধী হতে সমস্যা কোথায়? ভারতে আমাদের প্রিয় নবী হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক শানে বার বার চরম আঘাত হানে যা কখনো মেনে নেয়া যায় না!
এত বড় কটূক্তির ঘটনা ঘটে গেছে, অথচ বাংলাদেশের হিন্দু নেতারা কোন প্রতিবাদ করছে না ! তাদের উচিত আসন্ন দূর্গা পূজায় এ ব্যাপারে ভারতের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পেশ করা এবং কটূক্তিকারীর শাস্তি দাবী করা। হিন্দুরা যে দেশদ্রোহী নয় তা প্রমাণের জন্য যারা অখনড ভারতের কথা বলে তাদেরকে ধরিয়ে দেয়াটা হিন্দুদেরই দায়িত্বে।
এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন-মুফতি সৈয়দ মোজাক্কির হোসাইন, হাফিজ আব্দুল গনি, শুয়াইব আহমদ, হাফিজ মহিবুর রহমান আশেকি, মো: নাজিম উদ্দীন সুজন, ক্বারি সাইফুর রহমান সহ আরো অনেকেই।