শায়েস্তাগঞ্জ প্রতিনিধি:
আমেরিকার মিশিগানে অবস্থিত শায়েস্তাগঞ্জ উপজেলা কমিউনিটি অব মিশিগান এর পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
৩ অক্টোবর বৃহস্পতিবার বিকাল ৪ ঘটিকায় শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমী এন্ড হাই স্কুলের হল রুমে শায়েস্তাগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ আব্দুর রকিবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার মিতা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জহুর চান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন, শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমি এন্ড হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল হক।
এ ছাড়া আরো বক্তব্য রাখেন ফরিদপুর সরকারি প্রাইমারি স্কুলে প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল হক, আবদাল হোসাইন বেলাল, মোহাম্মদ নানু মিয়া, মোহাম্মদ রফিক মিয়া প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,আমেরিকার মিশিগানে অবস্থিত শায়েস্তাগঞ্জবাসীদের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ টাকা উপহার সামগ্রী প্রদান করায় তাদেরকে ধন্যবাদ জানান এবং শায়েস্তাগঞ্জের উন্নয়নে তাদের ভূমিকা রাখার আহ্বান জানান। পরে বন্যা দুর্গতদের মাঝে এক হাজার টাকা করে নগদ অর্থ বিতরণ করা হয়।